নারায়ণগঞ্জে বিএনপি-আ.লীগ ও পুলিশের সংঘর্ষে অর্ধশতাধিক আহত
অবরোধকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচরুখী এলাকায় বিএনপির সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশসহ অন্তত অর্ধশত আহত ও গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি, রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে মহাসড়কে গাছের গুঁড়ি, আরসিসি পিলার ও টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় পুরো এলাকা বিএনপি দখলে নেয়। চলে দফায় দফায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ। এ সময় বিআরটিসি বাস সহ বেশ কিছু যানবাহনে ভাঙচুর করা হয়। সংঘর্ষে পুলিশ বিএনপির নেতাকর্মী ও পথচারীসহ আহত হয় অর্ধশত।
বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেন, ‘পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। নেতাকর্মীদের বাড়িতে ব্যাপক হামলা চালায় ও ভাঙচুর করে।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমির খসরু জানান, অবরোধের নামে বিএনপি পাঁচরুখী এলাকায় গাড়ি ভাঙচুর, রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে। বেশ কিছু পুলিশকে পিটিয়ে আহত করে। যারাই আমাদের পুলিশের ওপরে হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুই ঘণ্টা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।