রাজধানীতে ২০ মিনিটে তিন বাসে আগুন
রাজধানীতে তিনটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় বাসগুলোতে আগুন লাগে। এরমধ্যে একটি গ্রিন ইউনিভার্সিটির বাস রয়েছে। এসব বাসে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, সন্ধ্যা ৭টা ৩৫ থেকে পরবর্তী ২০ মিনিটে এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এনটিভি অনলাইনকে জানান, এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রথম আগুনের তথ্য পান তারা। এর এক মিনিট পর গাউসিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামে আরও একটি বাসে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপদের মোড়ে রাইদা পরিবহণের একটি বাসে আগুনের তথ্য পান তারা।
এক প্রশ্নে রোজিনা আক্তার বলেন, ‘বাসগুলোতে কেউ আগুন দিয়েছে না কি, অন্য কোনোভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিস।’
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল রোববার ভোর ৬টা থেকে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা অন্য দলগুলোও এই কর্মসূচি পালন করবে।