রাজধানীতে আরও এক বাসে আগুন
রাজধানীতে আরও একটি যাত্রীবাহী বাসে আগুন লেগেছে। আজ শনিবার (৪ নভেম্বর) রাত ১০টায় গুলিস্থানের পাতাল মার্কেটের সামনে এই অগ্নিকাণ্ডের তথ্য পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টায় গুলিস্থানের পাতাল মার্কেটের সামনে মনজিল এক্সপ্রেস পরিবহণের একটা যাত্রীবাহী বাসে আগুন লাগে। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নির্বাপনে কাজ করছে।
এর আগে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান মার্কেটের সামনে গ্রিন ইউনিভার্সিটির বাসে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রথম আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস। এর এক মিনিট পর গাউসিয়া মার্কেটের সামনে মিরপুর লিংক নামে আরও একটি বাসে আগুন লাগে। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে সায়েদাবাদের জনপদের মোড়ে রাইদা পরিবহণের একটি বাসে আগুনের তথ্য পায় তারা।
সে সময় এক প্রশ্নে রোজিনা আক্তার বলেন, ‘বাসগুলোতে কেউ আগুন দিয়েছে না কি, অন্য কোনোভাবে লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন নির্বাপনে কাজ করছে ফায়ার সার্ভিস।’