বিএনপিনেতা শামসুজ্জামান দুদুকে আটকের অভিযোগ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি
বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’কে আটক করে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২ টার পরপরই ১৫ থেকে ২০ জনের একটি দল গোয়েন্দা পুলিশ পরিচয়ে শামসুজ্জামান দুদু’র বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে। দুদুর সঙ্গে তার ব্যবসায়ী ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।