জাতিকে সাগর থেকে উদ্ধার না করে ধূম্রজাল সৃষ্টি কেন : শামসুজ্জামান দুদু

বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ব্যর্থ হলে বাঙালি জাতি সাগরে পড়বে। তাই জাতিকে সাগর থেকে উদ্ধার না করে ধূম্রজাল সৃষ্টি করেছেন কেন? এখনো আপনার কথা-বার্তায়, চাল-চলনে কুয়াশা থাকবে কেন? কুয়াশা কাটান।
রাজধানীর তোপখানা রোডে বৃহস্পতিবার (২০ মার্চ) শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে শামসুজ্জামান দুদু এ সব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, আমি মনে করি এই সরকারের প্রধান কাজ কম-বেশি যা সংস্কার করে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচনের ব্যবস্থা করা।
দুদু বলেন, ফ্যাসিবাদ চলে গেছে এটা অনেকেই মনে করছে। আওয়ামী লীগ, শেখ হাসিনা ও শেখ হাসিনার এমপি-মন্ত্রীরা চলে গেছে এটা ঠিক, তবে কেউ যদি মনে করে ফ্যাসিবাদ চলে গেছে তাহলে এটা বিপজ্জনক হতে পারে। স্বৈরতন্ত্রের পতন হলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয় নাই। নির্বাচিত কোনো সরকার এখন দেশে নাই। বর্তমানে অন্তর্বর্তী সরকার আছে যেটি গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কাজ চালানোর জন্য একটি সরকার গঠন করা হয়েছে। এদের প্রধান কাজ হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। সাধারণ জনগণের ভোটার অধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনা। সেই নির্বাচিত সরকার দেশের সংস্কার করবে। কিন্তু এই সরকার নিজেরাই সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আমরা বিরোধিতা করিনি।
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, গত কয়েক মাসে এই সরকারের কাজকর্ম দেখে আমরা আশাহত হয়েছি। বলা যায় হতাশাজনক। আমরা নির্বাচনের একটি রোডম্যাপ চেয়েছি। সেই রোড ম্যাপটা হচ্ছে কবে, কোন দিন, কোন মাসে নির্বাচন দেবেন তার একটি ব্যাখ্যা দেবেন। এই অন্তর্বর্তী সরকার এত সফল যে গত সাত মাসে তারা এই কথাটি বলতে পারেনি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব দ্বিতীয় প্রধান উপদেষ্টা মন্তব্য করে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আমরা জানি প্রধান উপদেষ্টা ড. ইউনূস সর্ব সেরা। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন—প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। কিন্তু ওনার প্রেস সচিব শফিকুল আলম আবার বলেছেন—ডিসেম্বরের পরে বোধ হয় নির্বাচনের আরও ছয় মাস লাগতে পারে। কিন্তু আমার মনে হয় এই প্রেস সচিব প্রধান উপদেষ্টাকে খালে ফেলতে পারে।
সাবেক এই সংসদ সদস্য বলেন, গত ১৭ বছর হাসিনা এদেশের সাধারণ জনগণকে ভোট দিতে দেয়নি। আপনার জামানায় যদি ভোট দিতে না পারে তাহলে হাসিনার সাথে আপনার পার্থক্যটা কোথায় এটা মানুষ তো প্রশ্ন করবে। সেইজন্য যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করুন।
ফিলিস্তিনি সম্পর্কে শামসুজ্জামান দুদু বলেন, ইসরায়েল ফিলিস্তিনের ওপর হত্যাযোগ্য চালাচ্ছে। আমি এটা সম্পূর্ণ মুসলিম বিশ্বের নেতৃবৃন্দের ওপর দায় দিব। কারণ মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ইজরায়েল কখনো ফিলিস্তিনির ওপর এভাবে জুলুম নির্যাতন চালাতে পারত না।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন প্রমুখ।