অবরোধে বগুড়ায় ট্রাকে আগুন
বিএনপি-জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধের দ্বিতীয় দিনে আজ সোমবার (৬ নভেম্বর) বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের কাজে ব্যবহৃত একটি ট্রাকে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। উপজেলার বেতগাড়ি এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আগুন দেওয়ার জন্য অবরোধকারীদের দায়ী করছে পুলিশ। তাদের দাবি, মহাসড়ক অবরোধ করে ট্রাকটিতে আগুন দেয় তারা।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঢাকা-বগুড়া মহাসড়কের বেতগাড়ি এলাকায় অবরোধকারীরা সড়ক অবরোধ করে। পরে তারা মহাসড়কের কাজে ব্যবহৃত একটি ট্রাকে আগুন দেয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস মহাসড়কে জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। তবে, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। মহাসড়কে র্যাব পুলিশ ও বিজিবির যৌথ টিমের মহড়া চলমান রয়েছে।