ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মহাসড়ক পরিদর্শন
ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন ময়মনসিংহ-নেত্রকোনা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন। আজ সোমবার (৬ নভেম্বর) বিকেলে পুলিশের বিশাল বহর নিয়ে তিনি এই মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
এ সময় রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ডিআইজির সঙ্গে ছিলেন।
বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে জনগণের জানমাল রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে অধঃস্তন কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।
বিএনপি-জামায়াতের আবারও দুই দিনের অবরোধ কর্মসূচি ঘোষণায় পুলিশের এই উদ্যোগ কি না, এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ কামাল আকন্দ বলেন, ডিআইজি মহোদয় জেলায় মহাসড়কে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আবারও দুদিনের অবরোধ সামনে রেখে মহাসড়কে বা শহরে কেউ যেন নাশকতামূলক কাজ করতে না পারে সে বিষয়ে পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।