ময়মনসিংহ যুবদলের মশাল মিছিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/09/myymnsinh.jpg)
ময়মনসিংহে অবরোধের সমর্থনে বুধবার সন্ধ্যায় জেলা যুবদলের মশাল মিছিল। ছবি : এনটিভি
তৃতীয় দফা অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহে মশাল মিছিল করেছে যুবদল। এদিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকী আলমের নেতৃত্বে মিছিলটি করা হয়।
মিছিলে অংশগ্রহণ করেন মহানগর যুদলের নেতা হামিদুল, আব্দুর রহিম ও নেওয়াজ আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিন অবরোধে অল্প যাত্রী নিয়ে সীমিত পরিসরে বাস চলাচল করেছে, ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। রাস্তায় পুলিশের টহল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্কবস্থায় ছিল পুলিশ। জেলা বিএনপির তালাবদ্ধ কার্যালয়ের আশপাশে কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।