হিংসার রাজনীতি করে গণধিকৃত বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী চেয়েছেন সবাইকে নিয়ে নির্বাচন করতে। আমরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি সবাইকে নিয়ে নির্বাচন করার। কিন্তু বিএনপি হিংসার রাজনীতিতে অভ্যস্ত এবং সেটাই তারা করছে। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।’
আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নাটোর সার্কিট হাউসে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খুব শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এ দেশের ভোটারারা রক্তপাত ও সহিংশতা পছন্দ করে না। বিএনপি নির্বাচনে না এলে সেটা তাদের বিষয়। বিএনপি হরতাল, আবোরোধ দিয়ে সহিংশতা করছে—এ জন্য মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তারা গণধিকৃত দলে পরিণত হচ্ছে।’
পরে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপারের কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং নবনির্মিত পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী নৌকায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানান।
এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে শহরের কানাইখালী এলাকায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দেন।