বিজয় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ থেকে ছাড়ার দাবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/11/myymnsinh_rel.jpg)
ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আজ শনিবার নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি
চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহ জংশন রেলস্টেশন থেকে যাত্রা শুরু করা এবং ময়মনসিংহ অঞ্চলে রেলওয়ের সার্বিক উন্নয়নসহ ১৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
আজ শনিবার (১১ নভেম্বর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগ’ এ সংবাদ সম্মেলনের আয়োজিন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। এ সময় বিএমএ জেলা সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব লাল, জনউদ্যোগের সদস্য সচিব কাজী শাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ডিসেম্বরে ময়মনসিংহ-চট্টগ্রাম বিজয় এক্সপ্রেস ট্রেন চালু হয়। সম্প্রতি ট্রেনটি জামালপুর থেকে যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।