দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে : জাপা চেয়ারম্যান
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, গণতন্ত্রের নামে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এ থেকে দেশকে বাঁচাতে হবে। একজনকে জোর করে দীর্ঘদিন ক্ষমতায় রাখলে মানুষের মনে আগুন জ্বলতে শুরু করে, তা একসময় বিস্ফোরণ হয়। তিনি বলেন, ‘দেশে কোনো গণতন্ত্র নেই। উন্নয়নের নামে মানুষের ওপর অত্যাচার ও দেশে লুটপাট চলছে।’
জাতীয় পার্টি চেয়ারম্যান আজ শনিবার (১১ নভেম্বর) রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় তার হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন বেশ কয়েকজন আইনজীবী।
জি এম কাদের বলেন, এক সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে দেশে স্থিতিশীলতা আসে। এক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে আসলে অস্থিতিশীলতার বীজ বড় হতে থাকে। সরকার বা নেতা পরিবর্তন হতে পারে কিন্তু তাতে সমাজে ও অর্থনীতিতে কোনো প্রভাব না পড়ে, সেটাই হচ্ছে স্থিতিশীলতা।
কাদের বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র থাকলে মানুষ দেশ পরিচালনার জন্য কেয়ারটেকারের মতো প্রতিনিধি নির্বাচন করবে। দেশে নির্বাচনের নামে সিলেকশন চলছে। বর্তমান বাস্তবতায় কেউ চাইলেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ত্রুটিপূর্ণ গণতন্ত্র থেকে বাংলাদেশ এখন স্বৈরশাসিত দেশে পরিণত হয়েছে।’
জিএম কাদের আরও বলেন, ‘রাজতন্ত্র বা একনায়কতন্ত্র কখনোই আইনের শাসন দিতে পারে না। এতে একটি গোষ্ঠি বা ব্যক্তি আইনের ঊর্ধ্বে থাকে।’