শুল্ক ফাঁকি দিয়ে আসা ৬ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ট্রাকে বোঝাই করে অভিনব কায়দায় আনা ভারতীয় শাড়ি, লোশন ও সানস্কিন ক্রিমসহ প্রায় ছয় কোটি টাকার পণ্য জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (১১ নভেম্বর) ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি দুই হাজার ৮৭৭ পিস, বডি লোশন এক হাজার ৮ পিস এবং চার হাজার ৫০০ পিস সানরাইজ ক্রিম।
কোস্টগার্ড পাগলা স্টেশনের কামান্ডার লেফটেন্যান্ট রুহান মঞ্জুর গণমাধ্যমকে জানান, সিলেট থেকে অভিনব কায়দায় পাথর বোঝাই ট্রাকের নিচে করে চোরাই পথে বিপুল অবৈধ পণ্য ঢাকায় নিয়ে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর ব্রিজের কাছে অবস্থান নেয়। ট্রাকটি কাঁচপুর সেতুর কাছে এলে কোস্টগার্ড সদস্যরা ট্রাকটি থামানোর সিগন্যাল দিলে ট্রাকের চালক হেলপার ট্রাকটি না থামিয়ে দ্রুতগতিতে চলে যেতে থাকে। এসময় কোস্টগার্ড সদস্যরা ট্রাকটিকে ধাওয়া দিলে ট্রাকের চালক ও হেলপাড় ট্রাকটি ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে ট্রাকের পাথর সরিয়ে পাথরের নিচে থাকা শাড়ি, বডিলোশন ও সানরাইজ ক্রিম জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ৬ কোটি টাকা।
রুহান মঞ্জুর আরও জানান, এসব পণ্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে দেশের ভেতরে প্রবেশ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য পাথর বোঝাই ট্রাকের নিচে এসব ভারতীয় পণ্য লোড করা হয়েছিল। চোরাইচক্র পণ্যগুলো ঢাকার বিভিন্ন অভিজাত মার্কেটের দোকানে সরবরাহ করার জন্য এই পণ্যগুলো নিয়ে এসেছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।