ময়মনসিংহে অবরোধের সমর্থনে যুবদলের মশাল মিছিল

ময়মনসিংহে অবরোধের সমর্থনে শনিবার দিনগত রাতে মশাল মিছিল করে যুবদল। ছবি : এনটিভি
বিএনপি ও সমমনা দলগুলোর চতুর্থ দফার অবরোধের সমর্থনে ময়মনসিংহে মশাল মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।
শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর জেলা স্কুল থেকে নতুন বাজার মোড় পর্যন্ত মশাল মিছিল করা হয়। এতে নেতৃত্ব দেন মহানগর যুবদলের সভাপতি মোজাম্মেল হক টুটু ও সাধারণ সম্পাদক জুবায়েদ হোসেন শাকিল। মিছিল শেষে নতুন বাজার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা।
অবরোধে আজ রোববার সকালে দূরপাল্লার কোনো বাস চলাচল করেনি। তবে, ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে ইজিবাইক ও অটোরিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। খুলেছে কাঁচাবাজার-দোকানপাট। এ ছাড়া পণ্যবাহী যানও চলাচল করতে দেখা গেছে। সড়ক-মহাসড়কে পুলিশের টহল অব্যাহত রয়েছে।