মেঘনা নদীতে বিএনপির অবরোধ
বিএনপি-জামায়াতসহ কয়েকটি সমমনা দলের ডাকা চতুর্থ দফার অবরোধ শুরু হয়েছে আজ রোববার (১২ নভেম্বর) সকাল ৬টা থেকে। সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারে অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি পালন করছে দলগুলো। অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীর অংশে কর্মসূচি পালন করে আড়াইহাজার উপজেলা বিএনপি। আজ সকাল ১১টায় ট্রলারে করে মেঘনা নদীতে নৌপথ অবরোধ করে তারা।
এদিকে, আজ সকাল সাড়ে ৭টার দিকে নগরীর নিতাইগঞ্জ এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে মহানগর বিএনপি। অন্যদিকে, গতকাল রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় লাব্বাইক পরিবহণ নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
অন্যদিকে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মদনপুর, মেঘনা ঘাট ও ঢাকা সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া মহাসড়কগুলোতে দূরপাল্লার যানবাহন বাস চলাচল নেই বললে চলে। অন্যদিনের তুলনায় গণপরিবহণ ছিল তুলনামূলক কম। সড়ক মহাসড়কগুলো রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার পরিমাণ ছিল চোখে পড়ার মতো।
অবরোধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে তারা। বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন হয়েছে সাঁজোয়া যান ও জলকামান।