নারায়ণগঞ্জে বাসে আগুন, পুলিশের ধারণা ইঞ্জিনের ত্রুটি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড এলাকায় নাফ পরিবহণের একটি বাসে আগুন লেগেছে। আজ রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর দাবি দুর্বৃত্তরা আগুন দিয়েছে। যদিও পুলিশের ধারণা, ইঞ্জিনের ত্রুটি থেকে এ আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, ঢাকেশ্বরী এলাকায় মেইন রাস্তায় বাসটি থামানো ছিল। হঠাৎ করে কয়েকজন লোক এসে বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চত করেছেন আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. আব্দুল হাই। তিনি বলেন, ‘বাসটি সাইনবোর্ড থেকে চিটাগাং রোড পর্যন্ত চলাচল করত। আজ সন্ধ্যার দিকে বাসটি ২নং ঢাকেশ্বরী এলাকায় মালিকের বাসার বাইরে পার্ক করা ছিল। এ সময় কে বা কারা আগুন দেয় সেটা বলা যাচ্ছে না। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, ‘একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, কেউ আগুন লাগিয়েছে বলে মনে হচ্ছে না। ইঞ্জিনের কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’