হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক
সীমান্ত সংশ্লিষ্ট নানান বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফের) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে এ বৈঠক হয়।
এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মহিনদার সিং। এ ছাড়া উভয় বাহিনীর ব্যাটালিয়ন অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর বলেন, ‘বৈঠকে সীমান্তে হত্যা ও মাদক চোরাচালান শূন্যের কোটায় নামিয়ে আনা, অবৈধ সীমান্ত পারাপার রোধ, কাঁটাতারের বেড়া কর্তন বন্ধসহ দুই বাহিনীর মধ্যে পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, নিয়মিত যোগাযোগ রক্ষা, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সীমান্ত অপরাধ কমিয়ে আনার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এসব বিষয়ের সমাধানে আমরা উভয় বাহিনী একমত হয়েছি এবং আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’
এদিকে বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ভুঁইয়া বলেন, ‘বেলা সাড়ে ১১টায় বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মহিনদার সিংহের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলটি ভারত থেকে হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হিলি সিপি ক্যাম্পে নেওয়া হলে সেখানে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল রাশেদ আসগর বিএসএফের কর্মকর্তাদের অভ্যর্থনা জানান। এ সময় সেখানে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি মহিনদার সিংকে গার্ড অব অনার প্রদান করা হয়।’