মোংলায় ঝোড়ো হাওয়াসহ প্রবল বৃষ্টি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ উপকূলীয় অঞ্চলে আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এতে পৌর শহরসহ উপকূলীয় এলাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে শহরের প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাটও ফাঁকা।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে বন্দরে অবস্থানরত সব বিদেশি জাহাজের শ্রমিক-কর্মচারীদের সরিয়ে আনা হয়। এরপর রাত থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর মোংলা সমুদ্রবন্দরে ৭ নম্বর বিপৎসংকেত জারির পর ১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহণের কাজ সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বন্দর কর্তৃপক্ষের সহকারী হারবার মাস্টার (অপারেশন) আমিনুর রহমান বলেন, ‘আবহাওয়া অফিস ৭ নম্বর বিপৎসংকেত জারি করার পর বন্দরের নিজস্ব অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। সেই সঙ্গে বন্দরে অবস্থানরত বিদেশি জাহাজগুলোকে কাজ বন্ধ রেখে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, ‘৭ নম্বর বিপৎসংকেত জারির পর, বিশেষ করে অধিক ঝুঁকিতে থাকা পশুর নদীর তীরবর্তী জয়মনিরঘোল, চিলা ও কানাইনগর এলাকার বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রের যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। সেখানে ১০৩টি আশ্রয়কেন্দ্র, এক হাজার ৩০০ স্বেচ্ছাসেবক, ছয়টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া পর্যাপ্ত শুকনো খাবার ও ওষুধ মজুত করা হয়েছে।’