সুন্দরবন উপকূল থেকে ২০৫ কেজি হরিণের মাংসসহ আটক ১

সুন্দরবন উপকূলীয় বিভিন্ন এলাকায় মোংলা কোস্ট গার্ডের পৃথক তিনটি অভিযানে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন অফিসার লে. কমান্ডার তারেক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিন শেষে রাতভর কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ কয়রা, কৈখালী ও হাড়বাড়ীয়া স্টেশন সুন্দরবন উপকূলের কয়রা, শ্যামনগর ও মোংলার জয়মনিরঘোল এলাকায় পৃথক তিনটি অভিযান চালায়। এ অভিযানে সুন্দরবন উপকূলের ওই সব এলাকা থেকে অবৈধভাবে শিকার করা ২০৫ কেজি হরিণের মাংস, দুটি হরিণের মাথা, দুটি হরিণের চামড়া ও আটটি হরিণের পাসহ এক চোরা শিকারীকে আটক করা হয়।
আটক করা হরিণ শিকারি মো. বাবু আলম (২৭) সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা। জব্দ করা হরিণের মাংস, মাথা, চামড়া ও পা কেরোসিন দিয়ে বিনষ্ট করা হয়েছে। এছাড়া আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড।