নেত্রকোনায় পিকআপ ভ্যানে আগুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/11/19/netrkonaa.jpg)
নেত্রকোনার কেন্দুয়া চিরাংবাজারে শনিবার দিনগত রাতে পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়। ছবি : এনটিভি
নেত্রকোনার কেন্দুয়া চিরাংবাজারে একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।
পিকআপ ভ্যানের মালিক মুনসুর মিয়া বলেন, ‘পিকআপ ভ্যান দিয়ে হাঁস নিয়ে যাচ্ছিলাম। পথে কেন্দুয়া চিরংবাজারে আসতেই ১০ থেকে ১২ জনের একটি দল চালককে নামিয়ে পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’