রাজধানীতে যুবদলের মিছিল থেকে ১০ জনকে তুলে নেওয়ার অভিযোগ
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি। এই হরতালের সমর্থনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মিছিল থেকে ১০ নেতাকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে পুলিশ তাদের তুলে নিয়ে যায় বলে অভিযোগ তুলেছেন দলটির শীর্ষনেতারা।
অভিযোগ বলছে, আজ দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নূরুল ইসলাম নয়ন ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি শাহজাহানপুর থেকে শুরু হয়ে রাজারবাগ-ফকিরাপুল হয়ে দৈনিক বাংলা মোড়ে পৌঁছালে মিছিলের ওপর পুলিশ হামলা করে। পরে সেখান থেকে যুবদলের ১০ নেতাকর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ।
অভিযোগে যুবদলনেতা নয়ন বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। আমাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। অনন্ত ১০ জনকে তুলে নিয়ে গেছে।