মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যানের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের হরতাল
জামালপুরের মাদারগঞ্জে ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় চার্জশিটভুক্ত আসামি মাদারগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান রায়হান রহমতুল্ল্যাহ রিমুর মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য হরতাল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুলাই) সকাল থেকে মাদারগঞ্জ উপজেলায় শান্তিপূর্ণ এ হরতাল কর্মসূচি পালন শুরু করে তার কর্মী-সমর্থকরা।
হরতালের সমর্থনে মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও রায়হান রহমতুল্ল্যাহ রিমুর প্রধান নির্বাচনি এজেন্ট হাসানুজ্জামান সাগরের নেতৃত্বে মিছিল করে কর্মী-সমর্থকরা। সকালে উপজেলার বালিজুড়ী বাজার থেকে মিছিল শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার বালিজুড়ী বাজারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
গত সোমবার মাদারগঞ্জ উপজেলার সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি উপজেলা চেয়ারম্যান রিমুকে কারাগারে পাঠান আদালত। রিমুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের এই হরতাল আহ্বান করা হয়।
হরতালের প্রথমদিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এবং মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে এবং বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তার কর্মী-সমর্থকরা। হরতালের কারণে গতকাল উপজেলার বিভিন্ন বাজারের দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় উপজেলাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। যানবাহন চলাচল না করায় পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।
মাদারগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও রিমুর প্রধান নির্বাচনি এজেন্ট হাসানুজ্জামান সাগর বলেন, ‘জনতার চেয়ারম্যান রায়হান রহমতুল্যাহ রিমুর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। তার মুক্তি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এই হরতাল কর্মসূচি চলবে। সাধারণ মানুষ তার মুক্তির জন্য বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের বহনকারী যানবাহন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত রয়েছে।’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘জনগণের জানমালের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়, চলমান এইচএসসি পরীক্ষায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেজন্য পুলিশ সকাল থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে। পকেটিং বা কোথাও কোনো অপ্রীতিকর কিছু ঘটেনি। কর্মী-সমর্থকদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড না করার জন্য অনুরোধ করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারের ঠাকুরবাড়ি মোড়ে ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় জমি নিয়ে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলীর ওপর অতর্কিত হামলা করে। হামলায় নওশের আলী গুরুতর আহত হন, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত তার বড় ছেলে মো. আব্দুল্লাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় চার্জশিটভুক্ত আসামি রিমু উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অংশ নিয়ে নির্বাচিত হন। তিনি গত ২৬ জুন শপথ গ্রহণ করেন। গতকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণের কথা ছিল। কিন্তু উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল সোমবার আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। পরে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ।