ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইচেষ্টা, যুবককে গণপিটুনি
নড়াইলে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সাধারণ জনতা। আজ সোমবার (২০ নভেম্বর) দুপুরে শহরের ভওয়াখালী দেবদারুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারী বাবুল শেখকে পুলিশ হেফাজতে নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ইজিবাইকচালকরা জানায়, ভওয়াখালী জমাদ্দার পাড়া থেকে ডিবি পরিচয় দিয়ে আসামি ধরতে যাওয়ার কথা বলে চালক নাহিদ মিয়ার ইজিবাইকে চড়েন। ইজিবাইক আরোহী ওই ব্যক্তি একপর্যায়ে চালককে জুস ও পাউরুটি খাওয়ার অফার দেন। এ সময় চালক নাহিদ মিয়া ওই ব্যক্তির কুমতলব বুঝতে পেরে তাঁর দেওয়া খাবার খেতে অস্বীকৃতি জানান। এ সময় ডিবি পরিচয়ধারী ব্যক্তি তাঁর কাছে থাকা ব্যাগ থেকে ছুরি বের করে চালক নাহিদকে ভয় দেখান।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, চালক নাহিদ সুযোগ বুঝে মোবাইল ফোনে তাঁর সহযোগী ইজিবাইকচালকদের খবর দিলে সবাই এসে ওই যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অভিযুক্ত ওই ছিনতাইকারীর অবস্থা গুরুতর বলে চিকিৎসক জানিয়েছেন।
এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান।