দুদিনে জাপার ১১৭৯ মনোনয়নপত্র বিক্রি
নির্বাচনে যাওয়ার কোনো সিদ্ধান্ত না জানালেও দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে জাতীয় পার্টি (জাপা)। গতকাল সোমবার (২০ নভেম্বর) মনোনয়নপত্র বিক্রি শুরু করে দলটি। দুদিনে ১১৭৯ মনোনয়নপত্র বিক্রি করেছে তারা।
দলীয় সূত্র জানায়, জাতীয় পার্টির প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ৩০ হাজার টাকা।প্রথম দিনে দলটির মনোনয়নপত্র বিক্রি হয় ৫৫৭টি। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনে বিক্রি হয় ৬২২টি মনোনয়নপত্র। এ নিয়ে মোট এক হাজার ১৭৯টি মনোনয়ন বিক্রি করে দলটি।
দ্বিতীয় দিন উল্লেখযোগ্যদের মধ্যে মনোনয়ন ফরম গ্রহণ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, আব্দুর রশীদ সরকার, লিয়াকত হোসেন খোকা এমপি, উপদেষ্টা পনির উদ্দিন আহমেদ এমপি প্রমুখ।