আদালতপাড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা
ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) রাজধানীর কোতায়ালি থানায় পুলিশ বাদী হয়ে এই মামলাটি করে।
কোতায়ালি থানার ওসি তদন্ত (পরিদর্শক) মেহেদী হাসান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ এই ঘটনায় কোতায়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুল হোসেন বাদী হয়ে মামলা করেছেন। তবে মামলায় অজ্ঞাত অনেকজনকে আসামি করা হয়েছে।’
এর আগে গতকাল সোমবার বিকেল ৪টায় ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-২ আদালতের সামনে ও মহানগর আদালতের হাজতখানার সামনে ককটেল বিস্ফোরিত হয়। বিষ্ফোরিত হওয়ার পরে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। সে সময় প্রাণ বাঁচাতে অনেকে এদিক-সেদিক ছোটাছুটি করে।
এ বিষয়ে ঢাকার মহানগর দায়রা আদালতের সঙ্গে সাংবাদিক অ্যাসোসিয়েশনের অফিসে কর্মরত অফিস সহকারী কাজল এনটিভি অনলানইকে বলেন, ‘হঠাৎ করে আদালতের নিচে শব্দ শুনি। পরে শুনি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে আমিসহ আশপাশের লোকজন ভয় পেয়েছি। তবে, কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তা দেখিনি।’
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল কর্মরত সাংবাদিকদের বলেন, আমার ঠিক পেছনেই কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। আসলে বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোর্টের আঙিনায় এ ঘটনা ঘটিয়েছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদের অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে। এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারত। এটা সেই ২০১৩-১৪ সালে যেভাবে কোর্টের ভেতরে হামলা হতো, সেই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছি।