রাজধানীর উত্তরায় বিআরটিসি বাসে আগুন
রাজধানীর উত্তরায় বিআরটিসি ডাবল ডেকার বাসে আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে উত্তরার আজমপুর ও হাউসবিল্ডিংয়ের মাঝামাঝি স্থান এই তথ্য জানতে পারে তারা। তবে, এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসাইন রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
এরশাদ হোসাইন বলেন, সন্ধ্যা ৭টার পর হঠাৎ বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় আগুন জ্বলে ওঠে। আগুন দেখে যাত্রীরা দ্রুত নেমে পড়েন। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। কিন্তু, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।