পদ্মার বাঘাইড় বিক্রি হলো ২১ হাজারে, জানে না প্রশাসন
দুর্লভ মাছ বাঘাইড়। বিক্রি করা অপরাধ। সেই মাছ ধরা পড়ে মুন্সীগঞ্জের পদ্মার জেলে ওমর আলির জালে। ৮৫০ টাকা কেজি দরে ২৫ কেজি ওজনের মাছটি কিনে নেন স্থানীয় পাইকার রকমান কাজী। পরে বিক্রি করেন টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকায়। যদিও মাছটি বিক্রির বিষয় জানেন না উপজেলা নির্বাহী কর্মকর্তা। বলেছেন, বিক্রি হয়ে থাকলে ব্যবস্থা নিতে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের জানাবেন তিনি।
জানা গেছে, আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোরে ধরা পড়া বাঘাইড় মাছটি নিয়ে জেলে ওমর আলি মাছের আড়তে যান। হোসেন হাওলাদার মৎস্য আড়তে ৮৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন স্থানীয় পাইকার রকমান কাজী।
জেলে ওমর আলি বলেছেন, প্রতিদিনের মতো ফাঁসি জাল দিয়ে নদীতে মাছ ধরতে গেলে বাঘাইড়টি জালে ধরা পড়ে। সকালে আড়তে এনে ৮৫০ টাকা কেজি দরে ২১ হাজার ২৫০ টাকা বিক্রি করি।
পাইকার রকমান কাজী বলেন, ‘একক ক্রেতা না পাওয়ায় মাছটি কেটে বিক্রি করি।’
বিক্রির বিষয়ে জানতে চাইলে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাশেদুজ্জামান এনটিভি অনলাইনকে বলেন, ‘বাঘাইড় দুর্লভ মাছ। বিক্রি করা অপরাধ। টঙ্গীবাড়ি হাঁসইল বাজারে যে মাছ বিক্রি হয়েছে সেটা আমার জানা নেই, আপনাদের থেকে জানলাম। আমি বন ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের জানাচ্ছি, যদি কেউ বিক্রি করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।’