মিরপুরে বিআরটিসির দোতলা বাসে আগুন
বিরোধীজোটের অষ্টম দফায় ডাকা অবরোধে প্রথম দিনে রাজধানীতে একটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বরে বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর আড়াইটা দিকে একটি বিআরটিসি বাসের দ্বিতীয় তলায় ধোঁয়া উড়তে দেখা যায়। দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে পড়েন। পরে চালক বাসটি রাস্তার এক পাশে নিয়ে যায়। তখন পথচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এনটিভি অনলাইনকে বলেন, আমরা ২টা ৪৫ মিনিটের দিকে খবর পাই। তার তিন মিনিট পরেই ফায়ার সার্ভিসের গাড়ি যায়। তারা গিয়ে দেখেন বাসটির চালক ও হেল্পার পথচারীদের সহযোগিতা নিয়ে আগুন নিভিয়ে ফেলেছে।