নৌকার প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সুষ্ঠু নির্বাচন বলা হচ্ছে : রিজভী
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো তারাও সুষ্ঠু নির্বাচন চান—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী ও নৌকার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সুষ্ঠু নির্বাচন বলছে আওয়ামী লীগ।
ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রুহুল কবির এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে ইইউ। কোনো প্রতিদ্বন্দ্বী না পেয়ে একজন আওয়ামী লীগের প্রার্থী ও একজন নৌকার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। এটাকে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন বলছে। এ জন্য সবাইকে মনোনয়নপত্র জমা দিতে বলেছে। এটাকে তিনি ইউরোপীয় ইউনিয়নের অভিমত এবং তাদের একমত মনে করছে। এটা যে কতটুকু প্রতারণা এবং ভন্ডামি সেটা দেশের মানুষ হারে হারে টের পাচ্ছে।’
রিজভী বলেন, ‘দুঃসময়ে এদেশের মানুষ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। জীবন জীবিকার নিরাপত্তা সাধারণ চলাফেরা সবকিছু এখন বিপদের মুখে। মানুষদেরকে অতল গহ্বরের মুখে ঠেলে দিয়ে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সু স্বপ্নে বিভোর হয়ে আছে তাদের ক্ষমতা আকড়ে রাখার জন্য। দেশের জনগণের যে আকাঙ্ক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ের কোন কিছুর তোয়াক্কা করছে না তারা। এর একটাই কারণ হলো গত ১৫ বছরে তারা যে লুটপাট করেছে টাকা পাচার করেছে ইউরোপ আমেরিকায় পরিবার পাঠিয়ে বেগম পাড়া বানিয়েছে, এই বাস্তবিক স্বপ্ন থেকে তারা বেরিয়ে আসতে চায় না।’