রাজধানীতে তিন বাসে আগুন
রাজধানীর আগারগাঁও, সায়দাবাদ ও গাবতলীতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে বাসে অগ্নিসংযোগের এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
রাকিবুল হাসান বলেন, ‘শনিবার দিনগত রাত সোয়া ১১টার দিকে খবর আসে—রাজধানীর আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে দাঁড়িয়ে থাকা ভূঁইয়া পরিবহণের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর ঘটনাস্থলে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়।’
রাকিবুল হাসান আরও বলেন, ‘একই রাত ১১টায় ৯ মিনিটের দিকে গাবতলী এলাকায় পদ্মা লাইন নামের একটি পরিবহণে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ওই বাসের আগুন নিভিয়ে ফেলেন।’
রাকিবুল হাসান বলেন, ‘শনিবার রাত ১০টা ৪৮ মিনিটে সায়েদাবাদে একটি বাসে আগুন দেওয়ার খবর পাই। সায়েদাবাদে বাসে অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা।’
তবে, বাসে অগ্নিসংযোগের তিন ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।