অবরোধের সমর্থনে রামপুরায় মশাল মিছিল
সরকারের পদত্যাগ, প্রহসনের নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
আজ রোববার (৩ ডিসেম্বর) রাত আটটার দিকে পশ্চিম রামপুরায় এ মিছিল বের করে সংগঠনটি। মিছিল শেষে সমাবেশে যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেন, সরকার পতন আন্দোলন আরও তীব্র করা হবে। অবৈধ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
মিছিলে অংশ নেন- মহানগর যুবদল নেতা হাবিবুর রহমান সুমন, রামপুরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি আদিবুল হক আল আমিন প্রমুখ। এছাড়া হাতিরঝিল থানা যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে চলমান আন্দোলনে ছুটির দুই দিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হচ্ছে। রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত রাজপথ, রেলপথ, নৌপথে বিএনপির এই অবরোধ কর্মসূচি চলবে।