নাশকতার মামলায় খালাস পেলেন বিএনপিনেতা নবীসহ ৩৮ জন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/04/cmm.jpg)
রাজধানীর মুগদা থানায় করা নাশকতা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নবী উল্লাহ নবীসহ ৩৮ জন খালাস পেয়েছেন। আর জহিরুল ইসলাম নামে একজনকে দেওয়া হয়েছে তিন বছরের কারাদণ্ড। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আজ সোমবার (৪ ডিসেম্বর) এই রায় ঘোষণা করেন। একইসঙ্গে দণ্ডপ্রাপ্তকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
নবী বাদে খালাস পাওয়া আসামিদের মধ্যে রয়েছেন—শাহাদত হোসেন, সাইফুল ইসলাম, আল মামুন পান্না, শামিম, মোহাম্মদ আলী, মো. আব্দুল খালেক, সোহেল, তানভীর, ইমদাদুল হক।
নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের নভেম্বর মাসে রাজধানীর মুগদা থানায় নাশকতার অভিযোগে মামলাটি করা হয়। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের পর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ মামলার রায় ঘোষণা করেন।