কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি কারাগারে
আটকের এক মাস পর বিএনপি কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে নাশকতা ও বিস্ফোরক আইনের চারটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে কারাগারে পাঠান।
সদরে দুটি ও কুলিয়ারচর থানায় পুলিশের করা দুটি করে চারটি মামলায় গত ৫ নভেম্বর ভৈরব থেকে ডিবি পুলিশের একটি দল তাঁকে আটক করে ঢাকায় নিয়ে যায়। পরে ঢাকায় উত্তরা ও পল্টন থানায় পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
আটকের এক মাস পর আজ কিশোরগঞ্জে ১নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আশিকুর রহমান ও ২নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কিশোর দত্তর এজলাশে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। বিচারক আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, আগামীকাল বুধবার শরীফুল আলমের জামিন আবেদন করা হবে।