রাজধানীতে বাসে আগুন, যাত্রী দগ্ধ
রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইলে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসান (২৬) নামে এক যাত্রী দগ্ধ হয়েছেন। বুধবার (৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ হাসানকে (২৬) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, ‘দগ্ধ অবস্থায় যাত্রী হাসানকে উদ্ধার করে ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তার অবস্থা আশঙ্কাজনক নয়। তবে, তার হাত-পায়ের বেশ কিছু অংশ পুড়ে গেছে। বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা চলছে।’
আহত যাত্রী হাসান গণমাধ্যমকে বলেন, ‘গাড়িটি মাতুয়াইল বাস স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে পেছন থেকে গাড়ির জানালা দিয়ে কয়েকজন যুবক একটি পলিথিনে করে পেট্রোল ছুড়ে মেরে আগুন ধরিয়ে দেয়। অন্যান্য যাত্রীরা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেলেও আমার গাড়ি থেকে নামতে দেরি হয়। আমার পা ও হাতে আগুন লেগে পুড়ে গেছে।’