লঘুচাপের প্রভাবে মোংলা উপকূলে বৃষ্টি, বাড়ছে শীতের প্রকোপ
দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মোংলা সমুদ্র বন্দরসহ সংলগ্ন উপকূল এলাকায় থেমে থেমে কখনও গুঁড়ি গুঁড়ি, কখনও হালকা, আবার কখনও মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ভোর থেকে এ অবস্থা চলছে।
লঘুচাপের ফলে গত সোমবার ভোর থেকে এ এলাকার আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি ও বাতাসের প্রভাবে উপকূলে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে।
আজ ভোর থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এদিকে ঘূর্ণিঝড় মিগজাউম ও লঘুচাপের প্রভাবে গত তিন দিন ধরে মোংলাসহ সুন্দরবন উপকূলীয় এলাকায় এক ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে।
মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, লঘুচাপের প্রভাবে আপাতত ভারি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে আজ ও আগামীকাল শুক্রবার বিভিন্ন এলাকায় ক্ষেত্র বিশেষ কখনও কখনও গুঁড়ি গুঁড়ি, হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলেও জানান তিনি।