রাজধানীসহ সারা দেশে শীতের সকাল কুয়াশাচ্ছন্ন, আরও কমবে তাপমাত্রা
সারা দেশে জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকায় সকালটা থাকছে কুয়াশাচ্ছন্ন। বাদ যাচ্ছে না নগর এলাকাও। রাজধানী ঢাকাতেও আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালের আকাশ ছিল কুয়াশায় ঢাকা। শীতের পোশাকে নিজেকে মুড়িয়ে চলতে দেখা গেছে মানুষজনকে।
চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল সোমবার নওগাঁর বদলগাছিতে। সেখানকার তাপমাত্রা ১১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। আর চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদেরা জানাচ্ছেন, আজ মঙ্গলবার রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আগামীকাল বুধবার থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।