কমছে তাপমাত্রা, জমে উঠছে শীতের পোশাক বিক্রি
কয়েকদিন পরই পৌষ। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তাই বাড়ছে শীতের তীব্রতা। এরই মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১১ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে। রাজধানী ঢাকার সকালও থাকছে কুয়াশার চাদরে মোড়া। শীত জেঁকে বসতে শুরু করায় চাহিদা বাড়ছে শীতের পোশাকের। আর তাই বেচাবিক্রি বেড়েছে এমন পোশাকের পসরা সাজিয়ে বসা দোকানে। তবে, শো-রুমের তুলনায় ফুটপথে দেখা মিলছে জনতার ভিড়।
রাজধানীর নিউমার্কেট, গুলিস্তান, বঙ্গবাজার, কারওয়ানবাজার মসজিদসহ বিভিন্ন এলাকা ঘুরে গত রোববার থেকে দেখা গেছে অস্থায়ী দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা। দোকানগুলোতে বেশি বিক্রি হচ্ছে সোয়েটার, জ্যাকেট, কোট, হুডি, মোজা, জুতা, ব্লেজার, ক্যাপ ও মাফলারসহ বিভিন্ন ধরনের গরম কাপড়। বিক্রেরাও জানিয়েছেন, কয়েক দিন ধরে গরম কাপড়ের বিক্রি বেশ বেড়েছে। যদিও দাম নিয়ে আছে ক্রেতাদের অভিযোগ। এলাকা ভেদে পোশাকের মান ও সাইজ অনুযায়ী, ১০০ টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এসব পোশাক।
বিপ্লব, সায়েরাসহ বেশ কয়েকজনের সঙ্গে নিউমার্কেট এলাকায় কথা বলে জানা যায়, তারা শিক্ষার্থী। শীত এলে এই জায়গা থেকেই তারা কেনাকাটা করেন। দাম থাকে হাতের নাগালেই। তবে, অন্যবারের তুলনায় এবার নানা ধরনের ও ডিজাইনের গরমের কাপড় পাওয়া গেলেও দাম কিছুটা বেশি। যদিও বাজার অর্থনীতি দেখতে গেলে তা তুলনামূলক খুব একটা বাড়েনি বলে জানান তারা।
গুলিস্তানের ফুটপথের শীতের পোশাকের দোকান থেকে সোয়েটার কিনছিলেন রাকিবুল হাসান। তিনি জানান, এখানে অনেক ধরনের পোশাক রয়েছে। শীতের এসব পোশাকের দামও খুব বেশি না। জ্যাকেটের তুলনায় সোয়েটারের দাম তুলনামূলক বেশি বলে মনে হয়েছে তার কাছে। অন্যান্য বার আরেকটু ভালো জায়গা, ভালো দোকান থেকে পোশাক কিনলেও এবার ‘পকেট বুঝে ব্যবস্থা’ হিসেবে এখান থেকে সোয়েটার কিনছেন বলে জানান তিনি। তিনি আরও জানান, গুলিস্তানে ৮০০ টাকায়ও ভালো জ্যাকেট পাওয়া যাচ্ছে, সোয়েটার কোয়ালিটি অনুযায়ী ৪০০টাকা থেকে দাম শুরু হয়েছে।
নিউমার্কেট এলাকায় অস্থায়ী দোকানের মালিক ফরিদউদ্দিন বলেন, নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ তাদের এলাকায় কেটাকাটা বেশি করেন। গতবারের তুলনায় এবার নিম্ন আয়ের ক্রেতারাই যে আসছেন, তা নয়, অন্যদেরও কেনাকাটা করতে দেখতে পাচ্ছেন।
কারওয়ান বাজার মসজিদের সামনে বসেছে শীতের পোশাকের পসরা। সেখানের বিক্রেতারা তুলেছেন সব বয়সীদের পোশাক। শিশুদের শীতের পোশাক বিক্রি শুরু ২০০ টাকা থেকে। আছে বেশি দামের পোশাকও। আর নারীদের লং সোয়েটার বিক্রি হচ্ছে ৪০০ টাকা থেকে। বয়স অনুপাতে ও কোয়ালিটি বুঝে জ্যাকেট বিক্রি হচ্ছে ৫০০ টাকা থেকে।