চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন বারাদী সীমান্তের ওপারে গোবিন্দগঞ্জ এলাকায় বিএসএফের গুলিতে সাজেদুর ও খাজা মঈনুদ্দীন নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে বিএসএফের গুলিতে তাঁরা নিহত হন।
পরিবারের সদস্যদের অভিযোগ, সাজেদুর ও খাজা মঈনুদ্দীন গতকাল শনিবার রাতে সীমান্ত পার হয়ে ভারতের কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দগঞ্জ এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাঁদের গুলি করে হত্যা করে।
নিহত সাজেদুর ও খাজা মঈনুদ্দীনের বাড়ি দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামে। স্বজন হারানোর বেদনায় ছয়ঘরিয়া গ্রামে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম জানান, সাজেদুর ও খাজা মঈনুদ্দীনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে, এমন অভিযোগ পাওয়ার পর পুলিশ ও বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়। বিজিবির কর্মকর্তারা তাঁকে জানিয়েছেন, মরদেহ দুটি ভারতের একটি বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, বিজিবি তাঁকে জানিয়েছে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বিএসএফ মরদেহ হস্তান্তর করলেই স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে।