কেরাণীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ১০
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/18/shekh-haasinaa-jaatiiyy-baarn-endd-plaasttik-saarjaari-insttittiutt.jpg)
কেরাণীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের কাউন্টাইল ঋষিপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনটি পরিবারের ১০ জন আহত হয়েছে। আজ সোমবার (১৮ ডিসেম্বর) ভোরে ঋষিপাড়া গ্রামের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী জানান, সকালে রান্না করার জন্য গ্যাসের চুলা ধরানোর সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ঘরের ভিতরে আগুন লেগে যায়। ঘুমন্ত অবস্থায় থাকায় অনেকের শরীরে আগুনে পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম এনটিভি অনলাইনকে বলেন, কোন্ডা ইউনিয়নের কাউটাইল ঋষিপাড়া গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে থানা পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় তাদের উদ্ধার করে। অগ্নিদগ্ধ হয়ে আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজের পাশে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।