হরতালের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে মিছিল
বিএনপির ডাকা হরতালের সমর্থনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে এ মিছিল বের করা হয়। এ সময় সরকারবিরোধী নানান স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা।
মিছিলে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, সহসাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, সদস্য হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, মামুন বিল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক জসিম শিকদার রানা, রামপুরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সম্পাদিকা ফাতেমা তুজ জোহরা মিতু, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সদস্য এ এস এম জাহিদ সাগর, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি রিয়াদ মো. ইকবাল হোসেন, রাফিজুল হাই রাফিজ, এ বি এম মাহমুদ সরদার, মো. আরিফুল হক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, নাদির শাহ পাটোয়ারী, আতাউর রহমান খান, ফয়সাল আহম্মেদ সোহেল, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন, নাসরিন রহমান পপি, আজিজুল হক জিয়ন, মিনহাজুল আবেদীন নান্নু, মাজহারুল ইসলাম মারুফ, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ইমন, সাদেক মিয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, সদস্য মাকসুদা মনি, আনিচুর রহমান খান, শারমিন সুলতানা রুমা, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, নিপা খান, সাবেক ছাত্রনেতা তানিয়া আকতার, মহানগর উত্তর ছাত্রদলের নেতা জোবায়দা ইসলাম জেরিন, জয়া, ঢাকা কলেজ ছাত্রদল সহসভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, ঢাবি যুগ্ম সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।