রূপগঞ্জে টেক্সটাইল কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএইচ টেক্সটাইল কারখানার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। শনিবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
এইচএইচ টেক্সটাইলের ডিজিএম মনির হোসেন বলেন, ‘রাত ৩টার দিকে টেক্সটাইলের ওয়্যার হাউজের ভেতরে হঠাৎ আগুন দেখতে পেয়ে কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দেয়। কিছু বুঝে ওঠার আগে পুরো ওয়্যার হাউজের ভেতরে আগুন জ্বলে উঠে। খবর পেয়ে ডেমরা, আদমজী ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ওয়্যার হাউজে থাকা বিপুল কাপড় ও কেমিক্যাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।’
এ ব্যাপারে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওসমান গনি বলেন, ‘রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসসহ আদমজী ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লেগেছে, সেটা এখনও বলা যাচ্ছে না। তদন্ত কমিটি করে এ ঘটনার কারণ খুঁজে বের করা হবে। তবে কেউ হতাহত হননি।’