ভৈরবে আগুনে পুড়ে ছাই চার দোকান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/25/aagun.jpg)
কিশোরগঞ্জের ভৈরবে মালামালসহ চারটি মুদি-মনোহরি, একটি কসমেটিক্স দোকান ও গুদামঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া পুড়ে গেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ভৈরব শাখার বেশ কয়েকটি এয়ার কন্ডিশনার ও আসবাবপত্র। আজ সোমবার (২৫ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের মিষ্টি পট্টি এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, ভোররাতে শ্রীগুরু কসমেটিক্স স্টোর নামে একটি দোকানে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পড়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে লাগোয়া মুদি-মনোহারি দোকান আলমদিনা স্টোর, তারা স্টোর ও নিউ লোকনাথ ভান্ডারে। খবর পেয়ে ভৈরব বাজার ও নদী ফায়ার সার্ভিসসহ আশুগঞ্জ ও কিশোরগঞ্জের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরমধ্যে মালামালসহ চারটি মুদি-মনোহারি, একটি কসমেটিক্স দোকান ও গুদামঘর এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ভৈরব শাখার বেশ কয়েকটি এয়ার কন্ডিশনার ও আসবাবপত্র পুড়ে যায়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ-পরিচালক মো. এনামুল হক জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবুও তদন্ত ছাড়া কিছু বলা যাবে না। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটিও তদন্তের পর বলা হবে।