৭ জানুয়ারি হবে দিনে-দুপুরে ডাকাতির নির্বাচন : ববি হাজ্জাজ
আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে হালুয়া রুটির ভাগাভাগির নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। তিনি বলেন, ‘২০১৮ সালের ভোটকে আপনারা বলেন রাতের ভোট। আসলে তা নয়। এটা আওয়ামী লীগের তল্পিবাহক নির্বাচন কমিশন কর্তৃক দিনে-দুপুরে ডাকাতি করে ফলাফল ঘোষণার নির্বাচন। ৭ জানুয়ারির যে নির্বাচন তাও একই প্রক্রিয়ার। এই ভোট হবে হালুয়া রুটির ভাগাভাগির নির্বাচন। এই নির্বাচন যদি হয় তাহলে দেশ অর্থনৈতিক নিষেধাজ্ঞার আওতায় পড়বে, যা নিশ্চিত দুর্ভিক্ষের কবলে ফেলবে জনগণকে।’
আজ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সর্বদলীয় আলোচনায় ববি এসব কথা বলেন। ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন : বর্জন, অংশগ্রহণ ও ডামি ভোটাভুটি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি—এবি পার্টি। এতে সভাপতিত্ব করেন দলটির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী। সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় সভায় ধারণাপত্র উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আ ক ম ওয়ারেসুল করিম।
আলোচনা সভায় রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, গণফোরাম সেক্রেটারি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, খ্যাতিমান আলোকচিত্রি ও মানবাধিকার সংগঠক ড. শহীদুল আলম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণ-অধিকার পরিষদের একাংশের সভাপতি ড. রেজা কিবরিয়া, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট তাজুল ইসলাম ও বিএম নাজমুল হক, নাগরিক ঐক্যের সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিদারুল ভূঁইয়া, এনডিএম নেতা লায়ন নুরুজ্জামান হীরা, এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া প্রমুখ।