ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে পথচারীসহ আহত ৫
ভোলায় হরতাল সমর্থনে বিএনপির মিছিল পুলিশি বাধা পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ-বিএনপি সংঘর্ষে পাঁচজন আহত হয়। ভাঙচুর করা হয় স্থানীয় একটি ক্লিনিকের গ্লাস। আজ শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
আজ জুমার নামাজের পর শহরের উকিলপাড়া নিজাম হাসিনা মসজিদের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে। এ সময় সাদা পোশাকে থাকা পুলিশ এসে ব্যানার ছিনিয়ে নেয়। পরে পুলিশ সদস্যরা নেতাকর্মীদের মিছিল থেকে আটকের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। চলে ইটপাটকেল নিক্ষেপ। টিকতে না পেরে বিএনপির নেতাকর্মীদের প্রতিরোধের মুখে পুলিশ দৌড়ে আত্মরক্ষা করে।
মিছিলকারীরা ইটপাটকেল ছুড়লে এবং ধাওয়ার করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিএনপির নেতাকর্মী ও পথচারীসহ পাঁচজন আহত হয়।
খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেনসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তবে এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি।
সদর মডেল থানার ওসি মো. মনির হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিযন্ত্রণ করা হয়েছে।