ট্রেনে আগুনের ঘটনায় মামলা করবে রেলওয়ে
বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধারসহ আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনার প্রায় ২০ ঘণ্টা অতিক্রম হতে চললেও এখনও মামলা হয়নি। তবে, প্রস্তুতি চলছে। আর ঘটনার তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে বাদী হয়ে মামলা করছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে পুলিশের এসপি আনোয়ার হোসেন।
এসপি আনোয়ার সাংবাদিকদের বলেন, শুক্রবার রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগে। পরে আটটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন।