নাশকতা করে বিরোধী দলের ওপরে দোষ চাপাচ্ছে সরকার : সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, সরকার নানা ষড়যন্ত্র করছে, নানাভাবে তারা নাশকতা তৈরি করে তার দায় বিরোধী দলের আন্দোলনের ওপর চাপিয়ে দিচ্ছে।
আজ শনিবার (৬ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ভোট বর্জনের এক সমাবেশে গণতন্ত্র মঞ্চ আয়োজিত সমাবেশে সাকি এসব কথা বলেন।
সাকি বলেন, গণতন্ত্র মঞ্চে আমরা পরিষ্কার করে বলেছি, আমরা জনগণের ঐক্যের ওপর দাঁড়িয়ে, আমরা জনতার শক্তির ওপর দাঁড়িয়ে অহিংসভাবে এই একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানাই এই যে মানুষের জীবন নিয়ে খেলা, এই খেলার বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে। এই যে ট্রেনের ঘটনা ঘটেছে, আগুনে পুঁড়ে নিহত হতে দেখলাম…আমাদের তীব্র ক্ষোভ, শোক, ঘৃণা আমাদের প্রকাশের কোনো ভাষা নেই। আমরা আগেই বলেছিলাম, এই রকম নানা নাশকতার ঘটনা ঘটছে। এই ঘটনা কারা ঘটাচ্ছে সেগুলো খুঁজে বের করুন। আমরা স্বাধীন তদন্তের দাবি করেছি, আমরা এখনও দাবি করছি এই ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে।’