কালিয়াকৈরে হাত-পা বেঁধে রেখে সাংবাদিকের মোটরসাইকেল ছিনতাই
গাজীপুরের কালিয়াকৈরে সড়কে গাছ ফেলে গতিরোধ করে দীপ্ত টেলিভিশনের সাংবাদিক জাহাঙ্গীর আলমের হাত-পা ও মুখ বেঁধে তাঁর মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে উপজেলার সফিপুর-মাঝুখান সড়কের মাটিকাটা (আমতলী) এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সাংবাদিক জাহাঙ্গীর আলম ও স্বজনরা জানান, গতকাল বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে উপজেলার সুত্রাপুর যাচ্ছিলেন তিনি। পথে আমতলী এলাকায় সড়কের উপর গাছ ফেলে দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে তাঁর গতিরোধ করে। তারা অস্ত্র ঠেকিয়ে তাঁর মোটরসাইকেল ও টাকাসহ সঙ্গে থাকা ছয়-সাত কেজি মাছ ছিনিয়ে নেয়। পরে তাঁর হাত-পা ও মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়দের সহায়তায় আধা ঘণ্টা পর হাত-পা, মুখের বাঁধন খুলে বাড়ি ফিরে যান তিনি। এ ঘটনায় আজ কালিয়াকৈর থানায় জিডি করা হয়েছে।
কালিয়াকৈরের মৌচাক পুলিশ ফাঁড়ির উপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলমান রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের ধরতে পারব।