অটোরিকশাচালক হত্যা মামলায় চারজনের ফাঁসি
চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রুজিনা খান। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেলে এ রায় ঘোষণা করা হয়। সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে চালক মো. ইকতার হোসেনকে হত্যার ঘটনায় করা মামলায় এ চারজনকে ফাঁসির আদেশ দেন আদালত।
সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত ইকতার হোসেন জেলার দাউদকান্দি উপজেলার কসাইরকান্দি এলাকার আবদুর রহমান বাবুর্চির ছেলে।
ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন দাউদকান্দি উপজেলার কালইরকান্দি এলাকার মো. জাহাঙ্গীর (৪০), একই উপজেলার জুরানপুর এলাকার মো সুমন (৩২), দেবিদ্বার উপজেলার জাফরাবাদ এলাকার মো রুবেল (৩৩) ও মো ইমরান (২৮)। আসামি সবাই পলাতক।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. মজিবুর রহমান।
পুলিশ কর্মকর্তা মো. মজিবুর রহমান জানান, দণ্ডাদেশপ্রাপ্ত চার আসামি ২০১৩ সালের ২৪ এপ্রিল রাত ৮ টার দিকে সিএনজিচালিত অটোরিকশাচালক ইকতার হোসেনকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি পুটিয়া এলাকার হিমালয় মৎস্য প্রজেক্টে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরে মরদেহ কচুরিপানার নিচে ফেলে রাখে। পরে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত ইকতারের ভাই আক্তার হোসেন দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা করেন। পরে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় জামিনে বের হয়ে এখন পলাতক রয়েছেন আসামিরা।
নিহত ইকতার হোসেনের ভাই আকতার হোসেন রায়ে সন্তুষ প্রকাশ করে বলেন, ‘এখন আসামিদের গ্রেপ্তার করে রায় বাস্তবায়ন করা হোক।’