বিএনপিনেতা আমিনুলকে ফের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
রাজধানীর পল্টন থানায় নাশকতার অভিযোগে করা পৃথক দুই মামলায় বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও সাবেক ফুটবলার আমিনুল হককে জেলগেটে দুই দিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক এই আদেশ দেন। এদিন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানা পুলিশ এক মামলায় ১০ দিন এবং আরেক মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কামরুজ্জামান সুমন রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে দুই দিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
এ বিষয়ে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলমগীর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন।
বিএনপিনেতা আমিনুলের আইনজীবী কামরুজ্জামান সুমন এনটিভি অনলাইনকে বলেন, গত ১৪ জানুয়ারি রাজধানীর পল্টন মডেল থানার পুলিশ কনস্টেবল হত্যা মামলায় সাত দিনের রিমান্ড আবেদন নাকচ করে আমিনুলকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত। সে রিমান্ড শেষ হলে আজ আবার আদালতে হাজির করে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়।