যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত
যশোরের ঝিকরগাছায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তৌফিক আহমেদ (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার কৃষ্ণনগর গ্রামের এ ঘটনা ঘটে। নিহত তৌফিক ওই গ্রামের শাহাদত মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে তৌফিক আহমেদ কৃষ্ণনগর গ্রামের আফিল ফ্যাক্টরির কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তৌফিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে নেওয়া হয় যশোর জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তৌফিক।
হাসপাতালের চিকিৎসক পার্থপ্রতিম চক্রবর্তী জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ঝিকরগাছা থানার ওসি কামাল হোসে ভূঁইয়া জানান, তৌফিক হত্যার কিছু ক্লু পাওয়া গেছে। সে অনুযায়ী আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করেছে।