সিরাজগঞ্জে মাঝারি শৈতপ্রবাহ, কাঁপছে মানুষ
সিরাজগঞ্জে বছরের সর্বনিম্ন তাপমাত্রা বয়ে যাচ্ছে। মাঝারি শৈতপ্রবাহে শীতের তীব্রতায় কাঁপছে মানুষ। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে জেলায় ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
আকাশে রোদ দেখা গেলেও শীতের তীব্রতায় আজ জেলার সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে মাধ্যমিক বিদ্যালয়গুলো গতকালই দুদিনের ছুটি ঘোষণা করা হয়।
সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌবন্দর আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সকালে তাপমাত্রা রেকর্ড হয়েছে ছয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। এ অঞ্চলে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলছে। এটাই এই মৌসুমের জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকালে সূর্যের দেখা মিলেছে। তবুও তাপমাত্রা কম থাকায় ব্যাপক শীত অনুভূত হচ্ছে।